আমাদের ইতিহাস
ঐক্য তৈরী হয় Issue ভিত্তিক। আর আমাদের Issue হচ্ছে "মনিপুর উচ্চ বিদ্যালয়ের” প্রাক্তনদের নিয়ে।
এটাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি দুই দশক আগে নিজের সে স্বপ্ন অন্যের মাধ্যমে বাস্তবায়ন হলে দোষ কি? সে সময়ের একটি দল এগিয়ে আসলো হাসলো, কাঁদলো, কাঁদাইল, আনন্দ দিল। মনে পড়ে, বসুন্ধরায় আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে নিয়ে অনুষ্ঠান করিল। কিন্তু এক সময়ে ছন্দ পতন হয়। হারিয়ে যায় সবকিছু। জন্ম দিয়ে যায় বেশ কয়েকটি ব্যাচ এর নিজস্ব উদ্যোগ।
বছর দশেক আগে আবারও নাড়া দেয়া হলে আগের দলটি এগিয়ে আসে। এবার তারা কমিটি করলো আবার শুরু হবে। স্কুলেই আবার পিঠা উৎসব দিয়ে কাজ শুরু হলো। কিন্তু অনেকটা আশাহীন ঝুড়ির মত। বিদ্যালয় যেখানে আশ্রয়হীন অভিভাবকহীন সেখানে আমরাই বা কে কোথায়। সময় বয়ে গেল। আমাদের প্রধান শিক্ষক মারা গেলো। বিদ্যালয়ের ছন্দ পতন হলো। আমরাও যে যার মত ব্যস্ত।
আরও ১০ বছর পর গত বছর আবার মাথায় প্ল্যান আসলে বসে থাকা যায় না। এবার সবচেয়ে সিনিয়র Batch থেকে শুরু করা যায়। বেশ কিছু মতবিনিময় হলো। অনেক স্বপ্ন, ভালবাসা, পরিকল্পনা রচীত হলো।
বাঁধ সাধলো করোনা Pandemic থেমে গেলো সাড়া বিশ্ব। আর না থেমে উপায় কি?
কিন্তু এবারের উদ্যোগ গুলো ছিল বেশ প্রফেশনাল। সে বিষয় গুলো নাড়াচাড়া করতে গিয়ে পুরানো স্মৃতিগুলো সামনে চলে আসলো। মনে হলো এবার তথ্য প্রযুক্তির সহযোগীতায় আগলে যেতে পারে। তাহলে হয়তো কাজটা সহজ হবে।
আমরা সিনিয়ররা যা করতে পেরেছি যা করতে চাই তা ধারাবাহিকভাবে জানানো হবে Batch Mate MUB কে। হয়তোবা কেউ না কেউ এগিয়ে আসবে। পথ এগিয়ে দিবে। যার যার Batch গড়ে উঠবে। এরাই আবার একটা পীচ ঢালা পথ তৈরী করবে। আমরা ভুলে যাব ভাঙ্গা চোড়া পথের বেদনা। অপেক্ষায় রইলাম এই গ্রুপে মতামতের জন্য।
ধন্যবাদান্তে, এস এ মাহমূদী